Nutrition and Food Science University of Dhaka Vacancy
University of Dhaka
Application in prescribed from obtainable from the office of the register. All Bangladeshi are invited for filling up 2 (two) permanent post of Associate Professor in the institute of Nutrition and Food Science in the pay scale of tk: 50,000/= to 71,200/= respectively.
Qualifications for associate professor: Candidates must have high academic qualifications preferably a Ph.D. or equivalent degree in Nutrition and food Science. They should have at least 7 years teaching and research experience in a University or and institute of advanced research. They should have original 7 researches in recognized research journals. Experience and performance as a teacher as well as significant contribution to different areas of University activities especially in guiding the overall educational and co-curricular activities of the students will also be treated as qualification. Candidates must have Nutrition and food science master’s degree.
11 copies of application attached with attested copies of copies of certificates, testimonials, mark-sheets along with a pay order/bank draft of the value of Tk.1000 only , payable to the Registrar. All applications must reach the office of the Director, Institute of Nutrition and Food science , University of Dhaka before 16.01.2020
নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে দুইটি স্থায়ি সহযোগী অধ্যাপকের স্থায়ী পদ পুরনের জন্য রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রাপ্ত নির্দেশ হইতে নির্ধারিত ফরমে বাংলাদেশি নাগরিকদের দরখাস্ত করতে আহ্বান করা হচ্ছে । বেতন স্কেল ৫০,০০০/= হতে ৭১,২০০/= টাকা ।
পদের যোগ্যতাঃ প্রার্থীদের অবশ্যই পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অথবা পুষ্টি ও খাদ্য বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে উচ্চতর ডিগ্রির অধিকারী হতে হবে । সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি কিংবা সমমানের দিগ্রিদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । বিশ্ববিদ্যালয় অথবা উচ্চতর গবেষনায় তার কমপক্ষে ০৭ বছরেরে শিক্ষাদান ও গবেষনার অভিজ্ঞতা এবং স্বীকৃতমানের গবেষনা পত্রকায় প্রার্থীদের ০৭ টি প্রকাশিত গবেষনামূলক মৌলিক প্রবন্ধ থাকতে হবে । শিক্ষক হিসাবে অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করিয়া ছাত্র-ছাত্রিদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষাঙ্গিক কর্মকান্ড পরিচালনায় বিশেষ অবদান ও যোগ্যতা হিসেবে গণ্য হবে । প্রার্থীকে অবশ্যই পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিষইয়ে মাস্টার্স করা থাকতে হবে ।
রেজিস্ট্রারের অনুকুলে প্রদেয় ১০০০/= মুল্যের পে- অর্ডার /ব্যাঙ্ক ড্রাফট এর সাথে সার্টিফিকেট ,প্রশংসাপত্র , গ্রেটশিট এবং অভিজ্ঞতার প্রমান পত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি দরখাস্ত ১৬/০১/২০২০ তারিকের মধ্যে পরিচালক ,খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউট , ঢাকা বিশ্ববিদ্যালয় , ঢাকা ১০০০ এর নিকট পউছাতে হবে।