Home » সাধারন জ্ঞান – ১

সাধারন জ্ঞান – ১

by admin

সাধারন জ্ঞান – ১

(পৃথিবী ও মানব সভ্যতার ইতিহাস, বর্তমান পৃথিবী ও বর্তমানের আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন বিষয়ক) 

পৃথিবীর ইতিহাস ও মানব সভ্যতা  

প্রশ্নঃ পৃথিবীর আনুমানিক বয়স কত? 

উত্তরঃ ৪৫০০ মিলিয়ন বছর/৪৫০ কোটি বছর (প্রায়) 

প্রশ্নঃ প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল? 

উত্তরঃ ৫ লক্ষ বছর পূর্বে।  

প্রশ্নঃ মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে ? 

উত্তরঃ তামা। 

প্রশ্নঃ আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি ? 

উত্তরঃ লৌহ। 

প্রশ্ন . হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় ? 

উত্তরঃ জার্মানিতে। 

প্রশ্নঃ জাভা মানব কোথায় পাওয়া যায়? 

উত্তরঃ ইন্দোনেশিয়ায় 

প্রশ্নঃ প্রায় সম্পূর্ণ ‘অস্ট্রালোপিতিসিন্স লুসি’র কঙ্কাল ১৯৭৪ সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয়? 

উত্তরঃ ইথিওপিয়া। 

প্রশ্নঃ সংস্কৃতি বলতে কি বোঝায়? 

উত্তরঃ সার্বিক জীবনাচরণ/ জীবন প্রণালী। 

প্রশ্নঃমানব সভ্যতার শুরু হয় কি দিয়ে ? 

উত্তরঃআগুনের ব্যবহার থেকে  

প্রশ্নঃপ্রাচীন সভ্যতা গুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব রেখেছিল? 

উত্তরঃনদী।  

প্রশ্নঃ কোন সভ্যতার সবথেকে প্রাচীন? 

উত্তরঃ মেসোপটেমিয়া 

 

মেসোপটেমীয় সভ্যতা 

প্রশ্নঃ মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?  

উত্তরঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে/ দজলা ও ফোরাত নদীর তীরে 

প্রশ্নঃ মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে ? 

উত্তরঃ ইরাক। 

প্রশ্নঃ মেসোপোটেমীয় সভ্যতা মোট কয়টি সভ্যতার সমন্বয়ে গড়ে উঠেছিল? 

উত্তরঃ টি যথাঃ সুমেরীয়, আক্কাদীয়,আসিরীয় ,ব্যবিলনীয় ও ক্যালিডীয় 

প্রশ্নঃ মেসোপটেমিয়া সভ্যতা সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? 

উত্তরঃ সুমেরীয়। 

প্রশ্নঃ সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি ? 

উত্তরঃ মেসোপটেমীয়। 

প্রশ্নঃ কোন সভ্যতায় প্রথম “চাকার “ব্যবহার প্রচলন হয়? 

উত্তরঃ সুমেরীয়। 

প্রশ্নঃ কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রীতে ভাগ করে? 

উত্তরঃ আসিরীয়রা। 

প্রশ্ন . কিউনিফর্ম কি ? 

উত্তরঃ মেসোপটেমীয় বর্নলিপি/ লিখন পদ্ধতি। 

প্রশ্নঃ সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল 

উত্তরঃ মেসোপটেমিয়ায়। 

প্রশ্নঃ “ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান” কোন দেশে অবস্থিত? 

উত্তরঃ ইরাক। 

প্রশ্নঃ কোন মহাকাব্য টি ‘কিউনিফর্ম’ লিপিতে রচিত? 

উত্তরঃ গিলগামেশ। 

প্রশ্নঃ ‘Lunar Calendar ‘ was introduced by 

উত্তরঃ Sumerians. 

প্রশ্ন . হাম্বুরাবি কে ছিলেন ? 

উত্তরঃ আইন প্রণেতা। 

প্রশ্নঃ আইন সংক্রান্ত হাম্বুরাবি কোর্ট কোন সভ্যতার সময় প্রণীত হয়েছিল? 

উত্তরঃ ব্যাবিলনীয় সভ্যতা। 

প্রশ্নঃ পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইন প্রচলন হয়? 

উত্তরঃ ব্যাবিলন। 

প্রশ্নঃ কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে ? 

উত্তরঃ ক্যালডীয়। 

প্রশ্ন . নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয় ? 

উত্তরঃ ক্যালডীয়। 

প্রশ্ন . পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়? 

উত্তরঃ ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। 

প্রশ্ন . কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলিত হয়েছিলো ? 

উত্তরঃ মেসোপটেমীয়।  

 

“মিশরীয় সভ্যতা” 

প্রশ্নঃ বারো মাসে এক বছর 30 দিনে এক মাস এই গণনারীতি কাদের দ্বারা সূচিত? 

উত্তরঃ মিসরীয়। 

প্রশ্নঃ প্রাচীন মিশরীয় স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন? 

উত্তরঃ পিরামিড। 

প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি কত সালে? 

উত্তরঃ ১৯২২। 

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে? 

উত্তরঃ সুদান। 

প্রশ্নঃ প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি ? 

উত্তরঃ প্রাচীন মিশরীয় ধর্ম। 

প্রশ্নঃ প্রাচীন মিসরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত ? 

উত্তরঃ হায়ারোগ্লিফিক। 

প্রশ্নঃ বুক অফ ডেট কোন সাহিত্যের আদিমতম নিদর্শন? 

উত্তরঃ মিসরীয়। 

প্রশ্নঃ মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? 

উত্তরঃ প্যাপিরাস। 

প্রশ্নঃ প্যাপিরাস কি? 

উত্তরঃ নলখাগড়া। 

প্রশ্নঃ মিশরীয় চিত্রকলা ছিল? 

উত্তরঃ দ্বিমাত্রিক। 

প্রশ্নঃ ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? 

উত্তরঃ মিশর। 

প্রশ্নঃ “সার্ভেন্ট অফ দা নাইল “নামে পরিচিত কে 

উত্তরঃ রানী ক্লিওপেট্রা 

সিন্ধু সভ্যতা 

প্রশ্নঃ দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন ? 

উত্তরঃ সিন্ধু অববাহিকা। 

প্রশ্নঃ সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তরঃ সিন্ধু। 

প্রশ্নঃ সিন্ধু সভ্যতা কোন যুগের ? 

উত্তরঃ ব্রোঞ্জ যুগের। 

প্রশ্নঃ সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটি ব্যবহার জানত না ? 

উত্তরঃ লোহার অস্ত্র  

প্রশ্নঃ সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কতসালে? 

উত্তরঃ ১৯২১। 

প্রশ্নঃ হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা নামে পরিচিত? 

উত্তরঃ সিন্ধু সভ্যতা। 

প্রশ্নঃ সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন 

উত্তরঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়। (রায় বাহাদুর দয়ারাম সাহনি) 

প্রশ্নঃ কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? 

উত্তরঃ আলেকজান্ডার কানিংহাম।( sir john Hubert marshal;) 

প্রশ্নঃ সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? 

উত্তরঃ পয়নিস্কাশন ব্যবস্থা। 

প্রশ্নঃ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি? 

উত্তরঃ সিলমোহর। 

প্রশ্নঃ হরপ্পা কোথায় অবস্থিত ? 

উত্তর  পাকিস্তান। 

প্রশ্নঃ মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? 

উত্তরঃ সিন্ধু প্রদেশ। 

প্রশ্নঃ মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? 

উত্তরঃ মৃতের ঢিবি। 

প্রশ্নঃ কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? 

উত্তরঃ আনুমানিক ১৫০০ খ্রিঃ পূর্বাব্দ  

গ্রিক সভ্যতা  

প্রশ্নঃ প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে ? 

উত্তরঃ ভূমধ্যসাগর। 

প্রশ্নঃ হেলেনীয় সভ্যতার দেশ কোনটি?উত্তরঃ 

উত্তরঃ গ্রীস। 

প্রশ্নঃ নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? 

উত্তরঃ প্রাচীন গ্রীস। 

প্রশ্নঃ ভৌগলিক ও সাংস্কৃতিক কারণে গ্রীক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত? 

উত্তরঃ হেলেনিক ও হেলেনিস্টিক। 

প্রশ্নঃ সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয় ? 

উত্তরঃ সক্রেটিস। 

প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে? 

উত্তরঃ গ্রিস। 

প্রশ্নঃ প্লেটোর শিক্ষক কে ছিলেন ? 

উত্তরঃ সক্রেটিস। 

প্রশ্নঃ প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন ? 

উত্তরঃ গ্রিস। 

প্রশ্নঃ “I do die ,you to live- which is better only god knows!”উক্তিটি কার? 

উত্তরঃ সক্রেটিস। 

প্রশ্নঃ ‘জ্ঞানই পূণ্য’ কে বলেছেন? 

উত্তরঃ প্লেটো। 

প্রশ্নঃ “virtue is knowledge and education is the main thing aquaria virtue”উক্তিটি কার ? 

উত্তরঃ প্লেটো। 

প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় ? 

উত্তরঃ গ্রিসে। 

প্রশ্নঃ দ্য রিপাবলিক গ্রন্থের প্রণেতা কে? 

উত্তরঃ প্লেটো। 

প্রশ্নঃ দি লজ গ্রন্থের রচয়িতা কে? 

উত্তরঃ প্লেটো। 

প্রশ্নঃ Academy was established by? 

উত্তরঃ প্লেটো। 

প্রশ্নঃ লজিক বা তর্ক শাস্ত্রের জন্ম হয়েছে ? 

উত্তরঃ গ্রিসে। 

প্রশ্নঃ যুক্তিবিদ্যার জনক কে? 

উত্তরঃ অ্যারিস্টোটল। 

প্রশ্নঃ দ্য পলিটিক্স গ্রন্থের লেখক? 

উত্তরঃ অ্যারিস্টোটল। 

প্রশ্নঃ মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি কার? 

উত্তরঃ এরিস্টোটল। 

প্রশ্নঃ যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা উক্তিটি কার? 

উত্তরঃ এরিস্টোটল। 

প্রশ্নঃ বীর আলেকজান্ডার এর শিক্ষক কে ছিলেন? 

উত্তরঃ অ্যারিস্টোটল। 

প্রশ্নঃ মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ? 

উত্তরঃ ব্যাবিলন। 

প্রশ্নঃ “Man is the measure of all things”উক্তিটি কার? 

উত্তরঃ পিথাগোরাস। 

প্রশ্নঃ ‘ইডিপাস’ কি ? 

উত্তরঃ নাটক। 

প্রশ্নঃ এসকাইলাসের রচিত নাটক কোনটি? 

উত্তরঃ আগামেনন। 

প্রশ্নঃ বিখ্যাত গ্রন্থ “ওডিসি” এর রচয়িতা কে ? 

উত্তরঃ হোমার। 

প্রশ্নঃ হোমারের মহাকাব্যের নাম কি? 

উত্তরঃ ইলিয়ড। 

প্রশ্নঃ হোমার কোন ভাষার কবি? 

উত্তরঃ গ্রিক  

প্রশ্নঃ হোমার কোন ভাষার কবি? 

উত্তরঃ গ্রীস। 

প্রশ্নঃ ইতিহাসের জনক বা পিতা কে? 

উত্তরঃ হেরোডোটাস। 

প্রশ্নঃ হেরোডোটাসের জন্ম ভূমি ? 

উত্তরঃ গ্রীস। 

প্রশ্নঃ History কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে? 

উত্তরঃ গ্রিক। 

প্রশ্নঃ ‘Histories’ গ্রন্থটি লেখা হয় ? 

উত্তরঃ প্রাচীন যুগে। 

প্রশ্নঃ ‘Histories’ গ্রন্থটি লিখেছেন 

উত্তরঃ একজন গ্রিক। 

প্রশ্নঃ Histories গ্রন্থের বিষয়বস্তু? 

উত্তরঃগ্রীক পারসিক যুদ্ধ। 

প্রশ্নঃ বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক? 

উত্তরঃ থুকিডাইডিস। 

প্রশ্নঃ পৃথিবীর মানচিত্র প্রথম কে অংকন করেন? 

উত্তরঃ গ্রীকরা। 

প্রশ্নঃ প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? 

উত্তরঃ গ্রিসে। 

প্রশ্নঃ গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয়? 

উত্তরঃ খ্রিস্টপূর্ব 776। 

প্রশ্নঃ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ? 

উত্তরঃ তুরস্কে। 

প্রশ্নঃ “পার্থেনন” কি? 

উত্তরঃ মন্দির। 

প্রশ্নঃ প্রাচীন গ্রিসের চিত্রকর্ম অঙ্কন করা হতো? 

উত্তরঃ মৃৎপাত্রের গায়ে। 

প্রশ্নঃ গ্রিক সৌন্দর্য দেবী? 

উত্তরঃ আফ্রোদিতি। 

প্রশ্নঃ গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা কে ছিলেন? 

উত্তরঃ আফ্রোডিটি। 

 

“রোমান সভ্যতা” 

প্রশ্নঃ প্রাচীন যুগে নগররাষ্ট্র কোথায় ছিল? 

উত্তরঃ প্রাচীন গ্রিস ও রোমে। 

প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয় ? 

উত্তরঃ রোমান। 

প্রশ্নঃ জুলিয়াস সিজার কেন বিখ্যাত ? 

উত্তরঃ রোমান সম্রাট হিসেবে 

প্রশ্নঃ জুলিয়াস সিজার কত বছর পূর্বে রোমের শাসক ছিলেন ? 

উত্তরঃ ২০০০। 

প্রশ্নঃ ‘এলাম দেখলাম জয় করলাম’ কথাটি বলেছেন? 

উত্তরঃ জুলিয়াস সিজার। 

প্রশ্নঃ রোমানদের ভালোবাসার দেবী কে? 

উত্তরঃ ভেনাস। 

প্রশ্নঃ রোমান সভ্যতার অবদান ? 

উত্তরঃ আইন প্রণয়ন। 

প্রশ্নঃ ‘ইনিড’ কে লিখেছেন ? 

উত্তরঃ ভার্জিল। 

প্রশ্নঃ ‘The city of God’ গ্রন্থের রচয়িতা কে? 

উত্তরঃ সেন্ট অগাস্টিন। 

প্রশ্নঃ গম্বুজের ব্যবহার কোন প্রাচীন স্থাপত্য ধারাকে অনেক বিস্তৃত ও উন্নত করে তুলেছিল? 

উত্তরঃ রোমান। 

 

মায়া সভ্যতা, চৈনিক সভ্যতা ও ইনকা সভ্যতা 

প্রশ্নঃ মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? 

উত্তরঃ মধ্য আমেরিকা। 

প্রশ্নঃ মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়? 

উত্তরঃ মেক্সিকো। 

প্রশ্নঃ মায়া সভ্যতার ক্যালেন্ডার ‘হাব’এর বছর গণনা ধরন কেমন ছিল? 

উত্তরঃ 20 দিনে মাস আঠারো মাসে বছর। 

প্রশ্নঃ চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? 

উত্তরঃ হোয়া়ংহো নদীর তীরে। 

প্রশ্নঃ কোন দেশের রাজাকে Son of God বলা হত? 

উত্তরঃ চীন। 

প্রশ্নঃ চীনের বিখ্যাত দার্শনিক হলেন ? 

উত্তরঃ কনফুসিয়াস। 

প্রশ্নঃ পৃথিবীতে মানুষ নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি? 

উত্তরঃ The Great Wall of China. 

প্রশ্নঃ চীনের মহাপ্রাচীর চীন দেশের সীমান্তে অবস্থিত? 

উত্তরঃ উত্তর। 

প্রশ্নঃ চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 

উত্তরঃ ৮৮৫০ কি মি। 

প্রশ্নঃ চাঁদে দাঁড়িয়ে কি দেখা যায়? 

উত্তরঃ চীনের প্রাচীর। 

প্রশ্নঃ The art of war গ্রন্থটির রচয়িতা? 

উত্তরঃ সুন জু। 

প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল? 

উত্তরঃ ১৪৩৮-১৫৩৩। 

প্রশ্নঃ নতুন সপ্তাচার্য ‘মাচুপিচ্চু ‘কোন সভ্যতার নিদর্শন? 

উত্তরঃ ইনকা। 

প্রশ্নঃ বিশ্ব ঐতিহ্য ‘মাচুপিচ্চু’ কোথায় অবস্থিত? 

উত্তরঃ পেরু। 

প্রশ্নঃ ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে ? 

উত্তরঃ পেরুতে। 

প্রশ্নঃ মেক্সিকো কে কেন্দ্র করে গড়ে ওঠা একটা প্রাচীন সভ্যতার নাম ? 

উত্তরঃ আজটেক। 

 

হিব্রু সভ্যতা, পারস্য সভ্যতা ও ফিনিশীয় সভ্যতা 

প্রশ্নঃ জেরুজালেম/ প্যালেস্টাইন নগরী কে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা? 

উত্তরঃ হিব্রু সভ্যতা। 

প্রশ্নঃ হিব্রু আসলে কিসের নাম ? 

উত্তরঃ ভাষার নাম। 

প্রশ্নঃ বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর? 

উত্তরঃ হিব্রুদের। 

প্রশ্নঃ আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ? 

উত্তরঃ ইরান। 

প্রশ্নঃ পারসিক ধর্মের প্রবর্তক কে? 

উত্তরঃ জরথুস্ট্র। 

প্রশ্নঃ মৃতের সৎকাজের জন্য চিলঘর ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা? 

উত্তরঃ জরথুস্ট্র। 

প্রশ্নঃ Persepolis is located in 

উত্তরঃ Iran. 

প্রশ্ন . প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? 

উত্তরঃ ফিনিশীয়রা। 

প্রশ্নঃ সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি ? 

উত্তরঃ বর্ণমালা। 

 

বর্তমান পৃথিবী,  

প্রশ্নঃপৃথিবীতে কয়টি মহাদেশ আছে? 

উত্তরঃ৭টি। 

প্রশ্নঃআয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? 

উত্তরঃওসেনিয়া (অস্ট্রেলিয়া) 

প্রশ্নঃপৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? 

উত্তরঃএশিয়া। 

প্রশ্নঃপৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? 

উত্তরঃআফ্রিকা। 

প্রশ্নঃআয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? 

উত্তরঃরাশিয়া। 

প্রশ্নঃআয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ? 

উত্তরঃকানাডা। 

প্রশ্নঃআয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ? 

উত্তরঃ   চীন মতান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র। 

প্রশ্নঃআয়তনে এশিয়ার বৃহত্তম দেশ? 

উত্তরঃচীন। 

প্রশ্নঃআফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? 

উত্তরঃআলজেরিয়া। 

প্রশ্নঃ আয়তনের দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? 

উত্তরঃব্রাজিল। 

প্রশ্নঃপৃথিবীর ক্ষুদ্রতম দেশ? 

উত্তরঃভ্যাটিকান সিটি। 

প্রশ্নঃআয়তন অনুযায়ী এশিয়ার সব থেকে ছোট দেশ? 

উত্তরঃমালদ্বীপ। 

প্রশ্নঃআয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ? 

উত্তরঃসিচেলিস। 

প্রশ্নঃএশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি ? 

উত্তরঃ৪৪ টি 

প্রশ্নঃএশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা? 

উত্তরঃ উরাল 

প্রশ্নঃবিশ্বের কোন নগরীতে দুটি মহাদেশ অবস্থিত? 

উত্তরঃইস্তাম্বুল। 

প্রশ্নঃকোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় ?   

উত্তরঃ   তুরস্ক(তুরস্কের অধিকাংশ ভূখণ্ড এশিয়া মহাদেশ এ অবস্থিত। ইস্তাম্বুল ও কানাককালে নগদ দুটি উভয় মহাদেশে পরেছে) 

প্রশ্নঃ গ্রীনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? 

উত্তরঃ উত্তর আমেরিকা। 

আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন 

প্রশ্নঃ UNESCO এর সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ১৯৩। 

প্রশ্নঃ জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ১৯৩। 

প্রশ্নঃ জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? 

উত্তরঃ দক্ষিণ সুদান।  

প্রশ্নঃ NAM এর বর্তমান সদস্য কত? 

উত্তরঃ১২০। 

প্রশ্নঃ APEC সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ২১। 

প্রশ্নঃ ওপেকভুক্ত দেশ কয়টি? 

উত্তরঃ ১৩ টি 

প্রশ্নঃ ওপেক যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি? 

উত্তরঃ রিপাবলিক অফ দা কঙ্গো। 

প্রশ্নঃ এ.ডি.বি( ব্যাংক) এর বর্তমান সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ৬৮। 

প্রশ্নঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ১৭২। 

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ১৬৪টি। 

প্রশ্নঃ ইসলামী সহযোগিতা সংস্থা সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ৫৭। 

প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ৫৫টি। 

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কয়টি? 

উত্তরঃ ২৭টি। 

প্রশ্নঃ EUএর সর্বশেষ সদস্য দেশ কোনটি? 

উত্তরঃ ক্রোয়েশিয়া। 

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ১৬৪টি। 

প্রশ্ন . কমনওয়েলথ এর মোট সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ৫৪টি। 

প্রশ্নঃ এশিয়া মহাদেশে কমনওয়েলথ এর সদস্য সংখ্যা? 

উত্তরঃ ৭টি। 

প্রশ্নঃ কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? 

উত্তরঃ রুয়ান্ডা। 

প্রশ্নঃ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ৯টি। 

প্রশ্ন . বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি? 

উত্তরঃ ৭টি। 

প্রশ্নঃ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)এর বর্তমান সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ১৫৯টি। 

প্রশ্নঃ ECO এর সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ১০টি। 

প্রশ্নঃ আরব লীগের সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ২২টি। 

প্রশ্নঃ আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্য সংখ্যা কত? 

উত্তরঃ ২৭টি। 

প্রশ্নঃ আসিয়ানের সদস্য দেশ কয়টি? 

উত্তরঃ ১০টি। 

প্রশ্নঃ সার্কের বর্তমান সদস্য সংখ্যা হল? 

উত্তরঃ ৮টি। 

প্রশ্নঃ সার্কের নতুন সদস্য দেশ কোনটি ? 

উত্তরঃ আফগানিস্তান। 

প্রশ্নঃ সার্ক এর অষ্টম সদস্য দেশ? 

উত্তরঃ আফগানিস্তান। 

“ভারত” 

প্রশ্নঃ ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা? 

উত্তরঃ ২৮ টি(কাশ্মীর বাদ পড়েছে) 

প্রশ্নঃ ভারতের সর্বকনিষ্ঠ রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল ? 

উত্তরঃ অন্ধপ্রদেশ। 

প্রশ্নঃ ভারতের স্বাধীনতা দিবস? 

উত্তরঃ ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট। 

প্রশ্নঃ ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? 

উত্তরঃ ২৬শে জানুয়ারি ১৯৫০। 

প্রশ্নঃ ভারতের প্রজাতান্ত্রিক দিবস? 

উত্তরঃ 26 শে জানুয়ারি। 

প্রশ্নঃ কখন সিকিম ভারতের সাথে একীভূত হয়? 

উত্তরঃ ১৯৭৫ সালে। 

প্রশ্নঃ দেরাদুন কোন দেশে অবস্থিত? 

উত্তরঃভারত 

প্রশ্নঃ আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? 

উত্তরঃ ভারত। 

প্রশ্নঃ আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? 

উত্তরঃ ত্রিপুরা। 

প্রশ্নঃ চিকেন নেক কোনটি? 

উত্তরঃ শিলিগুড়ি করিডোর। 

প্রশ্নঃ সেভেন সিস্টার্স কি? 

উত্তরঃ ভারতের ৭ টি অঙ্গরাজ্য। 

প্রশ্নঃ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 

উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ। 

প্রশ্নঃ এপিজে আবুল কালাম কত সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? 

উত্তরঃ ২০০২ সালে। 

প্রশ্নঃ এপিজে আবুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন ? 

উত্তরঃ ১১ তম 

প্রশ্নঃবিশ্বের সবথেকে বড় সংবিধান কোন দেশের? 

উত্তরঃভারত। 

প্রশ্নঃভারতের প্রথম নারী রাষ্টপতির নাম কি ? 

উত্তরঃপ্রতিভা পাটিল। 

প্রশ্নঃভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ? 

উত্তরঃ ইন্দিরা গান্ধী 

প্রশ্নঃভারতের কোন বাঙালি রাষ্ট্রপতি কে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে? 

উত্তরঃ্প্রণব মুখার্জি। 

প্রশ্নঃরাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? 

উত্তরঃ ধানু 

প্রশ্নঃরাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন? 

উত্তরঃনরসীমা রাও। 

প্রশ্নঃকাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থাপতি বলা হয় ? 

উত্তরঃমনমোহন সিং। 

প্রশ্নঃভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়েছিল? 

উত্তরঃ1952 সালের 17 এপ্রিল। 

প্রশ্নঃভারতের লোকসভায় সরকার গঠন করতে ন্যূনতম আসনের প্রয়োজন? 

উত্তরঃ272 টি। 

প্রশ্নঃঐতিহ্যবাহী’লিংকন হাউস’ কোথায় ?   

উত্তরঃ মুম্বাই। 

প্রশ্নঃ. ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? 

উত্তরঃ ভারত  

প্রশ্নঃভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম ? 

উত্তরঃভারতীয় জনতা পার্টি। 

প্রশ্নঃ ভারতের  বর্তমান রাষ্ট্রপতি 

উত্তরঃ রামনাথ কোবিন্দ।  

প্রশ্নঃ রামনাথ কোবিন ভারতের 

উত্তরঃ 14 তম রাষ্ট্রপতি। 

প্রশ্নঃ নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? 

উত্তরঃ অক্টোবর 2001। 

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? 

উত্তরঃ গুজরাট। 

প্রশ্নঃ সরদার বল্লভ ভাই প্যাটেলের ভাস্কর্যটি রাষ্ট্রীয় নাম কি? 

উত্তরঃ স্ট্যাচু অফ ইউনিটি। 

প্রশ্নঃ ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? 

উত্তরঃ লন্ডন। 

প্রশ্নঃ ‘পোর্টব্লেয়ার ‘কেন বিখ্যাত? 

উত্তরঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। 

প্রশ্নঃ জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবীদ নোবেল পুরস্কার পান তার নাম? 

উত্তরঃ অমর্ত্য সেন। 

প্রশ্নঃ অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 

উত্তরঃ ১৯৯৮ সালে। 

প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন কে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ? 

উত্তরঃ কল্যান অর্থনীতি। 

প্রশ্নঃ “The idea of Justice”গ্রন্থের রচয়িতা কে? 

উত্তরঃ অমর্ত্য সেন 

প্রশ্নঃ অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ? 

উত্তরঃ দুর্ভিক্ষ ও  দরিদ্র 

প্রশ্নঃ মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে ?   

উত্তরঃ১৯৭৯ 

প্রশ্নঃ মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কি ?   

উত্তরঃ মিশনারিজ অফ চ্যারিটি। 

প্রশ্নঃ মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন? 

উত্তরঃ কলকাতায়  

প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? 

উত্তরঃ মেসিডোনিয়ায়। 

প্রশ্নঃ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ? 

উত্তরঃ মাদার তেরেসা 

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy